গত মাসে হোয়াইট হাউস ট্রাম্পের এই আবৃত্তি নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে। কবিতাটির নাম ‘দ্য স্নেক’। এটি মূলত অস্কার ব্রাউন জুনিয়রের লেখা একটি গান। এই কবিতা ট্রাম্পের ভীষণ প্রিয় এবং এটি তাঁর জীবনদর্শনের কাছাকাছি যায়। কবিতাটি শুরু হয় প্রচণ্ড ঠান্ডায় প্রায় জমে যাওয়া একটি সাপের কথা দিয়ে। ‘তুষারে জমাট বাঁধা’ সাপটি একটু উষ্ণতার জন্য করুণ মিনতি করছে। কিন্তু কেউ তার কথা শুনছে না। তার এই অনুরোধ শোনেন এক ‘সহৃদয়া নারী’। কবিতায় বলা হচ্ছে, ‘তিনি (ওই নারী) সাপটিকে সিল্কের আরামদায়ক চাদরে মুড়ে নিলেন। তারপর মধু ও দুধ দিয়ে চুলার পাশে রাখলেন। সাপটির সুন্দর ত্বক ছুঁয়ে আদর করলেন, চুমু খেলেন, তাকে শক্ত করে আঁকড়ে ধরলেন। কিন্তু ধন্যবাদ জানানোর বদলে সাপটি দিল এক ভয়ানক দংশন।’ এই কথাগুলো আসলে ট্রাম্পবাদের সারমর্ম: বাইরের কাউকে খুব কাছে...