নিজেদের ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেজাজ। প্রেসিডেন্ট বেজাজ বলেন, ‘আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন এবং বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে।’ তিনি আরও বলেন, পর্যটনসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তারুণ্যদীপ্ত ও কর্মঠ জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া...