ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে লুটপাটের শিকার হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরিয়াহভিত্তিক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এ ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ পুনরুদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। সেক্ষেত্রে ভবিষ্যতে জালিয়াতির ঋণ এড়াতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে ব্যাংকারদের কাছ থেকে পরামর্শও চাওয়া হয়েছে। অর্থাৎ আগামীতে যাতে কোনোভাবেই ঋণ জালিয়াতিতে কর্মকর্তারা জড়িত না হন, সে বিষয়ে বিস্তারিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি ব্যাংকের সুশাসন নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।অর্থ উপদেষ্টা মনে করেন, শুধু বোর্ড চেয়ারম্যান (পরিচালনা পর্ষদের চেয়ারম্যান) বা একক ব্যক্তির উদ্যোগে লুটপাট সম্ভব নয়। এজন্য বোর্ড, ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের জড়িত থাকতে হয়। তাই প্রত্যেক ক্ষেত্রেই কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিশ্চিত করতে বলেন...