কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও ঝুঁকি মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এ জন্য জাতিসংঘের চলতি ৮০তম সাধারণ অধিবেশনে বিভিন্ন অংশীজন নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা আহ্বান করা হয়েছে। সভায় জাতিসংঘের সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ, জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠানের সদস্য এবং সংশ্লিষ্টরা অংশ নেবেন।বাংলাদেশ সময় শুক্রবার (আজ) বিকেলে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে উচ্চপর্যায়ের এ সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক প্যানেল’ গঠন ও ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসনবিষয়ক ডায়ালগ’ শুরুর পদক্ষেপ নেওয়া হবে।এর আগে, অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বুধবার সিকিউরিটি কাউন্সিলের বিতর্কে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুয়া খবর ছড়ানো প্রতিরোধ এবং মানবতার কল্যাণে এ প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট...