জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা আর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। স্থানীয় সময় গত বুধবার দিনের বিভিন্ন সময়ে পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এসব বৈঠকে জুলাই সনদে স্বাক্ষর, সাংবিধানিক সংস্কার, ত্রয়োদশ সংসদ নির্বাচন, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তার আগে নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে,...