জাবেদের দুই ‘মূল সহযোগী’ শ্যোন অ্যারেস্ট: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্থ পাচারের নেপথ্যে যে দুজনকে ‘মূল সহযোগী’ হিসেবে চিহ্নিত করছে দুদক তাদের তিনটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—আরামিট পিএলসির এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের এজিএম মো. আব্দুল আজিজ। গতকাল দুদকের আবেদনের পর সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত এই আদেশ দেন। এর...