সকাল থেকে সন্ধ্যা অথবা দিনের একই সময়ে প্রায় এক মাস ধরে মাথাব্যথা হচ্ছে? অনেকেই মাথা ধরলে বা ব্যথা করলেই নিজে নিজে ওষুধ খেয়ে নেন। কিন্তু এতে করে মাথাব্যথার মূল কারণ না জানাই থেকে যায়।পরবর্তীতে এটা থেকে বড় ধরনের সমস্যা হতে পারে।বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে অসহ্য মাথাব্যথার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে।জেনে নিন:পানির ঘাটতিপানি আমাদের শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে।আর্দ্রতা বজায়...