বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি এবং ট্রেডিং সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে খাতসংশ্লিষ্টরা এবং ডিএসইর শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ডিএসই জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য হলো ডিএসই ও সিরামিক শিল্প খাতের কোম্পানিগুলোর পুঁজি বা মূলধন জোগানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পুঁজিবাজারের সুযোগগুলোকে সিরামিক শিল্প খাতের কোম্পানিগুলোর সামনে তুলে ধরা এবং কীভাবে সিরামিক শিল্পের সম্ভাবনাকে পুঁজিবাজারের মাধ্যমে আরও প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করা। বৈঠকে ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নের ধারায় সিরামিক শিল্প একটি দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারেও...