দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপূজা। তাই নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের শাঁখারীপল্লীতে শাঁখা তৈরির ধুম পড়েছে। দুর্গাপূজাকে ঘিরেই সবচেয়ে বেশি চাহিদা বাড়ে শাঁখার। এ কারণে দিনরাত পরিশ্রম করে চলেছেন এখানকার কারিগররা। বিবাহিত নারীর হাতে শাঁখা মানে সৌভাগ্যের চিহ্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এ শিল্পকে বাঁচিয়ে রেখেছেন জামনগরের শাঁখারীরা। সম্প্রতি এই শাঁখাশিল্প জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় থাকায় স্থানীয় কারিগরদের মধ্যে নতুন করে আশার আলো তৈরি হয়েছে। জানা যায়, ১৬১০ খ্রিস্টাব্দে সোনারগাঁ থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়। নতুন নগর প্রতিষ্ঠায় তখন বিভিন্ন পেশার মানুষকে ঢাকায় নিয়ে আসা হয়। সুবেদার ইসলাম খাঁ শঙ্খশিল্পীদের বাখেরগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসেন। পরবর্তী সময়ে রাজধানী মুর্শিদাবাদে সরিয়ে নিলে ঢাকার গুরুত্ব কমে যায়। তখন শঙ্খশিল্পীরাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন। এর একটি...