তথ্য-প্রযুক্তির বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিংয়ের ভালো সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সবার জন্য ডিজিটাল ব্যাংকিং : আর্থিক অন্তর্ভুক্তির ব্যবধান দূরীকরণ’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় তারা এমন মন্তব্য করেন। রাজধানীর মতিঝিল ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডা. মো. এজাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রবি আজিয়াটা পিএলসির হেড অব কমার্শিয়াল পার্টনারশিপ সানজিদ হাসান। আলোচকরা বলেন, সহায়ক নীতিমালার অনুপস্থিতি, ব্যবহারকীরদের আস্থাহীনতা, অপ্রতুল অবকাঠমো, নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতা এবং ব্যবহৃত যন্ত্রপাতির মূল্যের উচ্চহার প্রভৃতি কারণে বাংলাদেশ এ সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি...