চতুর্থবারের মতো আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। কাপ্তাই হ্রদের পানির বিপদসীমার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেটের (জলকপাট) সবকটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমায় পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছায় উজান ও ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হয়। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। গতকাল বেলা ৩টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮.৪৬ এমএসএল। হ্রদের পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। ব্যবস্থাপক আরও জানান, বর্তমানে হ্রদের ইনফ্লো...