বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত টেকসই উন্নয়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি। গতকাল বৃহস্পতিবার টিম গ্রুপের একটি সবুজ কারখানা (গ্রিন ফ্যাক্টরি) পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত খাতটিতে কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা এবং নিয়মতান্ত্রিকতা (কমপ্লায়েন্স) প্রশংসা করেছেন এবং শিল্প সংশ্লিষ্টদের এসব বিষয়কে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রথমত, এটি অত্যন্ত আধুনিক একটি প্রতিষ্ঠান এবং যা দেখেছি তাতে আমি সত্যিই মুগ্ধ। দ্বিতীয়ত, এই কারখানা সুইস ব্র্যান্ডের জন্য উৎপাদন করছে এবং সুইস রাষ্ট্রদূত হিসেবে এটি জানা আমার জন্য গুরুত্বপূর্ণ যে সুইস বাজারের জন্য উৎপাদনকারী কারখানাগুলোর কর্মপরিস্থিতি কেমন।’ এ সময় তিনি ২০৩০ সালের জন্য কোম্পানির উচ্চাকাক্সক্ষী টেকসই উন্নয়ন লক্ষ্যও প্রশংসা করেন এবং এটি ব্যবসায়িক সাফল্য ও টেকসই উন্নয়ন একসঙ্গে সম্ভব করার...