বাবা নিখোঁজ, মা হুইলচেয়ারে বন্দী—মধ্যবিত্ত তরুণী সাবার জীবনসংগ্রামকে পর্দায় তুলে ধরেছেন মাকসুদ হোসাইন। নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।মেহজাবীন চৌধুরীর এটি প্রথম সিনেমা। তবে আগে মুক্তি পেয়েছে তাঁর দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী। গত বছরের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় সাবার বিশ্ব প্রিমিয়ার। এরপর বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনড্যান্সসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি ঘুরেছে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’ প্রথম সিনেমা। নিতে হয়েছে দীর্ঘ প্রস্তুতি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘অনেক রিহার্সাল করেছি। কঠোর পরিশ্রম করতে হয়েছে। এটা একই সঙ্গে আমার পরিচালকের (মাকসুদ হোসাইন) শাশুড়ি...