মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ইস্যুতে আবারও একটি নির্বাহী আদেশ দেবেন বলে জানা গেছে। বিষয় সম্পর্কে অবগত হোয়াইট হাউস সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে, আজ বৃহস্পতিবার এই নির্বাহী আদেশ জারি করা হবে। বুধবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে জানানো হবে যে, টিকটকের আমেরিকা অংশের ব্যবসায়ের নিয়ন্ত্রণমূলক মালিকানা বিক্রির জন্য হোয়াইট হাউসের মধ্যস্থতায় যে চুক্তি হতে যাচ্ছে তা গত বছরের বাইডেন সরকার প্রণীত আইনের নির্ধারিত শর্ত পূরণ করবে। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে বাইডেন সরকার জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতুন একটি আইন প্রণয়ন করে। এই আইনের অধীনে বলা হয়েছে যে, আমেরিকায় টিকটকের কার্যক্রম সচল রাখতে হলে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপটির আমেরিকা অংশের ব্যবসার নিয়ন্ত্রণমূলক মালিকানা ছেড়ে দিতে কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানকে। নির্দিষ্ট...