ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে দেওয়া খাদ্যে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদন বলছে, দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এস শিক্ষার্থী। তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে স্কুলে বিনামূল্যে খাদ্য বিতরণের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো। ইন্দোনেশিয়ার ৮ কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের কর্মসূচি শুরু করেছিলেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বহু-বিলিয়ন ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির সাথে সম্পর্কিত গণ খাদ্যে বিষক্রিয়ার এক ধারাবাহিক ঘটনার সর্বশেষ ঘটনা এটি। পশ্চিম জাভা সিপংকোর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউয়ুন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছেন, সোমবার থেকে বুধবারের মধ্যে বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা রেকর্ড ১১৭১ জনে পৌঁছেছে। এরআগে গত সপ্তাহেই পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে ৮০০...