আইন অনুযায়ী বিদ্যমান পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় কমিশন। ভোটের দুই মাস আগে তফশিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এসব তথ্য জানান। সিইসি তার সাম্প্রতিক কানাডা সফরের অভিজ্ঞতা, এনসিপির শাপলা প্রতীক চেয়ে চিঠি, ইসির সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ, পিআর পদ্ধতি, পোস্টাল ভোট, নতুন দল নিবন্ধন, নির্বাচনি পরিবেশ ও ইসির ভোট প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে প্রশ্নের উত্তর দেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না-এমন প্রশ্নে সিইসি বলেন, এই প্রশ্ন তো অনেকে করে। ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারির রমজানের আগে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার...