জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পটভূমিতে, যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তনবিরোধী অবস্থানকে উপেক্ষা করে চীনের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। গত বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং লাইভ ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন, চীন ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ সর্বোচ্চ মাত্রার তুলনায় ৭-১০ শতাংশ কমিয়ে আনবে। এ ঘোষণা বিশ্বের বৃহত্তম গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও অনেক পর্যবেক্ষক এটিকে পর্যাপ্ত উচ্চাভিলাষী বলে মনে করেননি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, আগামী এক দশকে চীন তাদের বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০২০ সালের তুলনায় ছয়গুণ বৃদ্ধি করবে। এ পরিকল্পনার লক্ষ্য হলো অজৈব জ্বালানির ব্যবহার ৩০ শতাংশের বেশি বাড়ানো, যা দেশটির জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমাতে...