কলম্বিয়ার একটি ধসে পড়া সোনার খনিতে আটকে পড়া ২৩ জন খনিশ্রমিককে উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪৮ ঘণ্টা ধরে আটকে থাকার পরও শ্রমিকরা জীবিত ছিলেন। গত বুধবার তাদের উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় খনি সংস্থার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীদের সহায়তায় খনি শ্রমিকরা দলে দলে বেরিয়ে আসছেন এবং উত্তর-পশ্চিম অ্যান্টিওকুইয়া বিভাগের লা রেলিকুইয়া খনিতে পানি পান করছেন। গত সোমবার ভোর থেকে ৮০ মিটার ভূগর্ভস্থ একটি খাদে আটকে থাকা খনি শ্রমিকরা ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাবার, পানি ও অক্সিজেন...