বছর কয়েক আগে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে সমুদ্রপথে ১১তলা জাহাজে চড়ে নরওয়ের রাজধানী অসলো যাচ্ছিলাম। ১৯ ঘণ্টার জলপথ পাড়ি দেওয়ার সময় জাহাজ পার্ল সিওয়েজের কেবিনে কাচের দেয়ালে একটা ছোট দাগ। মনে হলো, পাতলা আকৃতির মশা বসে আছে। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে হলেও আমার মাথা ও মনে ডেঙ্গুর ভয় ও ভাবনা ছিল বিশেষভাবে কার্যকর। ভাবলাম, এটা সে নয় তো? মশারির গায় এভাবে ঘাতকটি বসে আছে মনে করে, মারার চেষ্টা করতাম। আমি কাচের গায়ে অনেকটা সতর্কতার সঙ্গে (দেশে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা যেভাবে গায়েবি আসামির জন্য সতর্কতা অবলম্বন করে) চাপ দিলাম। না, এটি এডিস মশা প্রজাতির কেউ নয়। এটা এমনিতে কালো একটি দাগ। ভাবলাম, এই সমুদ্রপথে যেখানে উপমহাদেশীয় মশা মাছির কোনো আস্তানা নর্থ সি (আটলান্টিক মহাসাগরের শরিক, এক সময় যার নাম...