গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জ্বর ও ব্যথার এই ওষুধের সঙ্গে এখন পর্যন্ত অটিজমের কোনো সম্পর্কের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বিবৃতিতে আরও বলা হয়, ‘গত এক দশকে প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের যোগসূত্র নিয়ে বড় আকারে গবেষণাসহ ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। গবেষণায় অটিজমের সঙ্গে এই ওষুধের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।’ উল্লেখ্য, বিশ্বজুড়ে প্যারাসিটামল নামে পরিচিত ওষুধটি যুক্তরাষ্ট্র ও জাপানে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে ওষুধের দোকানগুলোতে এটি টাইলেনল নামে বিক্রি হয়। তবে গর্ভাবস্থায় যেকোনো স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কেবল একজন চিকিৎসকই রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাপত্র...