অপমান ও অপদস্ত করার ক্ষতি বহু দিক থেকেই স্পষ্ট। প্রথমত, এতে ব্যক্তির আত্মসম্মান ভেঙে যায়, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আত্মসম্মানবোধ হারানো মানুষ সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে না, বরং অনেক সময় নেতিবাচক প্রতিক্রিয়ায় জড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, সমাজে পারস্পরিক শত্রুতা, হিংসা ও প্রতিশোধপরায়ণতার জন্ম হয়। যার ফলে শান্তিপূর্ণ সহাবস্থান ভেঙে গিয়ে অস্থিরতা তৈরি হয়। তৃতীয়ত, ধারাবাহিক অপমান মানুষকে হতাশা ও আত্মগ্লানিতে ঠেলে দেয়, যা আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। অপরকে অপমান-অপদস্ত করার চর্চা কেবল ব্যক্তি ও সমাজে ক্ষতিই ডেকে আনে না, বরং আখেরাতেও এর কঠিন শাস্তি রয়েছে। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুসলিম সেই ব্যক্তি, যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ থাকে।’ (সহিহ বুখারি) অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘একজন মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত, সম্পদ ও...