সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শাইখ গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন সমকালীন ইসলামি বিশ্বে অন্যতম প্রভাবশালী ব্যক্তি। এই আলেমের জীবন ও কর্মধারা সৌদি আরবসহ মুসলিম বিশ্বে বিশেষভাবে আলোচিত। তিনি শুধু একজন ফকিহ বা মুফতি ছিলেন না, বরং রাষ্ট্রীয় নীতি ও ধর্মীয় প্রভাবের ক্ষেত্রে দীর্ঘদিন এক অন্যতম মুখপাত্র ছিলেন। ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কা নগরীতে তার জন্ম। তিনি আলে আশ-শাইখ পরিবারভুক্ত, যারা মুহাম্মদ বিন আবদুল ওহাবের বংশধর। এই পরিবার বহু প্রজন্ম ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বে আসীন। খুব অল্প বয়সেই তিনি পিতৃহীন হন এবং শৈশব থেকেই জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শুরু করেন। জন্ম থেকেই তার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। মাত্র বিশ বছর বয়সে তিনি সম্পূর্ণ দৃষ্টি হারান। দৃষ্টিহীন হয়েও তিনি নিরলস সাধনায় হয়ে ওঠেন সমসাময়িক যুগের...