পুণ্যভূমি ফিলিস্তিন আজ রক্তাক্ত। এ ভূমির নাম উচ্চারণ করলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে নবী-রাসুলদের ইতিহাস, মসজিদে আকসার পবিত্রতা এবং আসমানি বার্তার মহিমা। পৃথিবীর খুব কম জায়গাই আছে, যেখানে আসমান থেকে নাজিল হওয়া এত বরকত, রহমত ও নুর একসঙ্গে মিলিত হয়েছে। মক্কা শরিফে কাবা, মদিনায় মসজিদে নববী যেমন ইসলামের কেন্দ্রবিন্দু, তেমনি ফিলিস্তিনের বুকেই দাঁড়িয়ে আছে মসজিদে আকসা, যা মুসলিম উম্মাহর এক সময়ের কেবলা, যার সঙ্গে জড়িয়ে আছে নবীজি (সা.)-এর মিরাজের স্মৃতি, নবুয়তের নিদর্শন এবং আসমানি রহস্যময়তা। এই ভূমিকে কোরআনে আল্লাহ নিজেই বরকতময় ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন। ফিলিস্তিন শুধু ভৌগোলিক অবস্থানের জন্য নয়, বরং আধ্যাত্মিক মর্যাদার দিক থেকেও অনন্য। এখানকার প্রতিটি মাটি, প্রতিটি প্রান্তর যেন সাক্ষী অসংখ্য নবী-রাসুলের পদচারণার। পৃথিবীর অন্য কোনো অঞ্চল এত বিপুল সংখ্যক নবীর আগমন ও দাওয়াতের সাক্ষী হতে...