গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের একতরফা অবরোধ ভাঙতে সারা পৃথিবী থেকে মানবাধিকারকর্মীরা ছোট ছোট নৌকা ও জাহাজ নিয়ে নিয়মিত ছুটে যান গাজা উপত্যকার দিকে। তাদের সঙ্গে থাকে অবরুদ্ধ গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও কাপড়চোপড়। তবু তাদের ঘেঁষতে দেওয়া হয় না গাজার আশপাশে। ত্রাণবাহী নৌকা-জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় বারবার আটকে দেন ইসরায়েলি সেনারা। শুধু তাই হয়, হামলা চালায় বেসামরিক সমাজকর্মীদের ওপর। গাজার দিকে যাওয়া এখনকার ত্রাণবাহী জাহাজগুলোর ওপর ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার পর গাজা ফ্লোটিলা রক্ষায় ভূমধ্যসাগরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইতালি ও স্পেন। এতে বলা হয়, ড্রোন থেকে ‘ফ্ল্যাশব্যাং’ বিস্ফোরক ফেলার পর ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, তার দেশের যুদ্ধজাহাজ ইতালির জাহাজগুলোর সঙ্গে...