ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের আগের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগেও যিনি যুদ্ধ থামাতে উভয়পক্ষকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তিনিই এখন বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহায়তায় ইউক্রেন রাশিয়ার দখল করা সব অঞ্চল পুনরুদ্ধার করতে এবং এ যুদ্ধে জিততে সক্ষম। ট্রাম্পের এ আকস্মিক অবস্থান পরিবর্তনের পেছনে নানা কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, পুতিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য এটি ট্রাম্পের একটি নতুন কৌশল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই ট্রাম্পের এই সুরবদল। গত মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেন, ‘আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেন লড়াই করে তার সবটুকু অঞ্চল আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং জিততে সক্ষম।’ অতীতে...