প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরেশোরে নিচ্ছি।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং যাদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদের সবার কাছেই তিনি বারবার উল্লেখ করছেন যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তিনি বলেছেন, “আমি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটি সুন্দর, ঐতিহাসিক নির্বাচন দিতে চাই।” আমরা তার ওই কথাগুলো বাস্তবায়নের জন্যই কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক নির্বাচন আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা যতই চেষ্টা করি না কেন, যদি আপনারা উল্টোটা বলেন, তাহলে সব...