জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে ঘটনায় অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক ও নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিনের আবেদন নাকচ করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতারের ওপর নিউ ইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা পাঠিয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করতে আইনশৃঙ্খলার বিঘœ ঘটাতে, দেশকে অস্থির করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসামি মোজাম্মেলের পক্ষে কোনো আইনজীবী ছিল না। তিনি আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। আদালতকে বলেন, ‘আমার বয়স...