ইতিহাসে এমন কিছু নাম রয়ে যায়, যাদের জীবন শুধু ব্যক্তিগত কীর্তিতে সীমাবদ্ধ থাকে না; বরং পুরো একটি সমাজ, একটি জাতি এবং একটি সভ্যতার ওপর রেখে যায় গভীর প্রভাব। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ছিলেন তেমনই একজন ব্যক্তিত্ব। টানা ছাব্বিশ বছর তিনি ছিলেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ। ২৩ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর প্রকাশিত হতেই মুসলিম বিশ্বের এক বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। তার বিয়োগে মুসলিম উম্মাহর হৃদয়ে যে ক্ষত তৈরি হলো তা কোনো দিন মোছার নয়। ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কার পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মেছিলেন আলে শায়খ পরিবারের উত্তরসূরি হয়ে-যে পরিবার ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাবের ধারক ও বাহক। পরিবারের আলো তার জীবনের পথচলাকে উজ্জ্বল করলেও, ছোটবেলাতেই বাবার...