প্রবাসীদের রেমিট্যান্স আসার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে সৌদি আরব। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। চতুর্থ স্থানে মালয়েশিয়া। পঞ্চম স্থানে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। গত এপ্রিল-জুন প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে। এ প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। প্রাপ্ত তথ্যে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে সৌদি আরব (কেএসএ) থেকে এসেছে ১ হাজার ৪৯৪ কোটি ডলার, যা মোট রেমিট্যান্স প্রবাহের ১৭ দশমিক ৪৮ শতাংশ। এর পরে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের স্থান। দেশটি থেকে এসেছে ১ হাজার ৪৮ কোটি ডলার। যা মোট রেমিট্যান্স প্রবাহের ১২ দশমিক ২৬ শতাংশ। যুক্তরাজ্য থেকে এসেছে ১০০ কোটি ৩৭ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ১১ দশমিক ৭৪...