লাদাখে এখন হাড়-কাঁপানো শীত। হিমালয়ের সাড়ে ১১ হাজার ফিট উচ্চতায় ছিমছাম ছোট শহরে এখন বিক্ষোভের আগুন জ্বলছে। আলাদা রাজ্যের মর্যাদা ও বিশেষ সংবিধানিক সুরক্ষার দাবিতে তরুণরা ফেটে পড়েছেন বিক্ষোভে। আগুন দেওয়া হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় কার্যালয়ে। সংঘর্ষে নিহত হয়েছে চারজন। লাদাখের মানুষ দাবি আদায়ে ছয় বছর ধরে শান্তিপূর্ণ মিছিল ও অনশনের মতো আন্দোলন চালাচ্ছিল। কিন্তু সেই আন্দোলন হঠাৎ সহিংস রূপ নেওয়ায় প্রশ্ন উঠেছে এর পেছনের কারণ কী? কেন তরুণ প্রজন্ম এতটা ক্ষুব্ধ হয়ে উঠল? লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নেওয়ার পেছনে বেশ কিছু কারণের কথা জানিয়েছে আলজাজিরা। আন্দোলনের অংশ হিসেবে ‘লাদাখ অ্যাপেক্স বডি’র (বিভিন্ন সামাজিক-ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের জোট) নেতৃত্বে চলছিল অনশন কর্মসূচি। গত বুধবার এই অনশন ১৫তম দিনে গড়ায়। এর আগের দিন সন্ধ্যায় দুজন বর্ষীয়ান অনশনকারী অসুস্থ...