কেবল তা-ই নয়, শিক্ষা বোর্ডের গুদাম থেকে হাওয়া হয়ে যাচ্ছে পাবলিক পরীক্ষায় ব্যবহৃত লাখ লাখ অলিখিত খাতা ও লুজ শিট (অতিরিক্ত খাতা)। তবে সবকিছুই নিছক ‘ছোটখাটো’ ভুল হিসাবে মন্তব্য করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও পৃথক ঘটনাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তদন্ত কমিটি। যেসব জালিয়াতি প্রকাশ্যে এসেছে, সেগুলো কেবল সংশোধন করেই ধামাচাপা দেওয়া হচ্ছে। ফলে অনিয়মের সঙ্গে জড়িতরা বরাবরের মতো থাকছে ধরাছোঁয়ার বাইরে। সূত্র জানায়, গত বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ না করেই জিপিএ-৫ পেয়ে পাশ করেছিল। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করতে কুমিল্লা শিক্ষা বোর্ডের দুজন প্রোগ্রামার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আনা হয়। তাদের অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসে। তারা ওই দুই পরীক্ষার্থীর বিষয়ে যাচাই-বাছাই করতে গিয়ে নতুন করে আরও ১৫...