বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মহান রাব্বুল আলামীন গোটা সৃষ্টি জগতকে সৃষ্টি করেছেন এবং তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর হক আদায়ের পাশাপাশি সৃষ্টির হক আদায় করাও অপরিহার্য।তিনি বলেন, আল্লাহর খলিফা হিসেবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান আমাদের দায়িত্ব। হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন করতে আশা করি প্রশাসন তাদের সর্বোচ্চটা দিয়েই দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে ওয়ার্ড পর্যায়ে সমাজকর্ম বিষয়ক ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি।মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে সৃষ্টির সেবায় নিবেদিত হওয়ার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে জামায়াত...