চট্টগ্রামের সাতকানিয়া চন্দনাইশে সীমান্তবর্তী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আকিব (১৭)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ জনে। নিহত আকিব চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকার বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী। বর্তমানে আরও তিনজন দগ্ধ শ্রমিক—মোহাম্মদ কফিল (২২), মো. সৌরভ রহমান (২৫) ও মোহাম্মদ লিটন (২৮)—ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়া...