ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরাই তার সম্পর্কে কিছু জানে না * অব্যবস্থাপনায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্মৃতি পাঠাগারটি উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর স্মৃতিচিহ্ন দিনদিন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে জানতে পারবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গুণী এই ব্যক্তির স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ নেই প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের। জানা যায়, কিংবদন্তি এই শিক্ষাবিদ টাঙ্গাইলের গোপালপুর থানার বর্তমান ভূঞাপুর উপজেলার বিরামদী গ্রামে ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শাবাজ খাঁ ও মায়ের নাম রতন খানম। ইবরাহীম খাঁ ১৯০৬ সালে জামালপুরের সরিষাবাড়ির পিংনা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি ১৯১২ সাল পর্যন্ত সেখানে অধ্যয়ন করেন। সাহিত্যিক প্রিন্সিপাল ইবরাহীম খাঁ প্রথম মুসলমান ছাত্র, যিনি পিংনা উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স (বর্তমান এসএসসি) পাশ করেন। ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়...