রাজনীতি ব্যবসায় রূপান্তর হয়েছে * যারাই নির্বাচিত হয়েছেন, সম্পদ আকাশ ছুঁয়েছে * স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিকল্প নেই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতি ব্যবসায় রূপান্তর হয়েছে। ফলে যারাই নির্বাচিত হয়েছেন, তাদের সম্পদ ফুলে-ফেঁপে আকাশ ছুঁয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবারও ঢাকার বসুন্ধরায় বাস করে। তাই ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে (পিআরআই) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ক্যান বাংলাদেশ ডেভেলপ উইদাউট ডিসেন্ট্রালাইজিং’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই-এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার পরিচালক ড. আহমেদ আহসান। বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে আমরা বারবার এই সরকারকে বলেছিলাম। সরকারেরও প্রচেষ্টা ছিল। কিন্তু...