বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন বলেছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মেরিনাররা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। সামুদ্রিক খাত আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, যা বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য পরিবহন করে। আমাদের দেশের মেরিনাররা সেই বাণিজ্যের অন্যতম চালিকাশক্তি।তিনি বলেন, বর্তমানে শিপিং, জাহাজ নির্মাণ, শিপ রিসাইকেলিং ইয়ার্ড এবং আন্তর্জাতিক জাহাজে আমাদের নাবিকদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য খাত বছরে প্রায় ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামে নগরীর বারিক বিল্ডিং এলাকায় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।‘আমাদের সমুদ্র, আমাদের দায়িত্ব, আমাদের সুযোগ’ প্রতিপাদ্যটিকে সামনে রেখে এই আয়োজন করে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।‘সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে’মো. সাখাওয়াৎ...