জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন জানিয়েছে শাপলা জাতীয় প্রতীক। কিন্তু প্রকৃতপক্ষে এটি জাতীয় প্রতীক নয়। এটি জাতীয় ফুল। জাতীয় ফলতো প্রতীক দেওয়া হয়েছে। তাহলে ফুল কেন দেওয়া যাবে না। শাপলা কেন প্রতীক দেওয়া যাবে না নির্বাচন কমিশনও এর সঠিক জবাব দিতে পারছে না। তাদের কাছে এর কোন সঠিক আইনগত ব্যাখ্যা নেই। আমরা তাদের আইনগত সব দিকও দেখিয়েছি। শাপলা প্রতীক বরাদ্দ নিয়েই তবে আমরা নির্বাচনে অংশ নেবো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় হবিগঞ্জ এম সাইফুর রহমান টাউন হলে দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত করার বিষয়ে আলোচনা চলছে। এছাড়া এবি পার্টিসহ অনেকের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথাবার্তাও চলছে। তবে এখনো চূড়ান্ত...