সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে দাঁড়িয়ে মাত্র একটি ভোট পেয়েছেন প্রার্থী মো. নির্জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এ সময় কমিশনের অপর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৯ জন ভিপি প্রার্থীর মধ্যে তিনিই মাত্র একটি ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৭৬১ জন। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এদিকে নির্বাচনের আগের দিন রাতে ফেসবুকে একটি পোস্ট দেন মো. নির্জন। তিনি লিখেছেন— আমি মো. নির্জন। আমি আসন্ন গকসু নির্বাচনে (ভিপি)পদবীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পূর্বে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। কিন্তু...