ঢাকা শহরের ভিড়, জ্যাম আর নানা রকম চরিত্রের মানুষের ভেতর দিয়ে প্রতিদিন আমাদের চলতে হয়। কেউ কেউ প্রথমবার আসছেন এই শহরে, কেউবা প্রতিদিনই অফিস-আদালত কিংবা ব্যবসার কাজে ঘোরাফেরা করছেন। কিন্তু এই বিশাল শহরের ভেতরেই কিছু ভয়ঙ্কর ফাঁদ পেতে বসে আছে প্রতারক চক্র, যারা একটুখানি সহানুভূতির সুযোগ নিয়ে আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। তাই একটু সচেতন না থাকলেই বড় বিপদের মুখে পড়তে পারেন আপনি কিংবা আপনার প্রিয়জন। ধরুন, আপনি ফার্মগেট দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন কয়েকজন লোক মিলে একজনকে পেটাচ্ছে। আহত মানুষটি ছটফট করে আপনার দিকে তাকিয়ে বলছে, ‘ভাই, একটু বাঁচান!’ স্বাভাবিক মানবিকতাবোধ থেকে আপনি হয়তো ছুটে যাবেন তাকে বাঁচাতে। কিন্তু এই সময়েই ঘটে যেতে পারে বিপর্যয়—তাকে মারার ভান করা লোকগুলো আসলে একদল সংঘবদ্ধ প্রতারক। আপনি কাছে গেলেই তারাও আপনার ওপর...