গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মো. রায়হান খান। বৃহস্পতিবার রাত ১২টার দিকে গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। ঘোষিত ফলে দেখা যায়, সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইয়াছিন আল মৃদুল দেওয়ান। তিনি পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পেয়েছেন ৬৭৭ ভোট। এছাড়া সহসভাপতি পদে রাজিব হোসেন পেয়েছেন ৬৫৮ ভোট, আবু সুফিয়ান মুছা পেয়েছেন ৩১ ভোট, রাকিব পেয়েছেন ২০৯ ভোট, মো. রিফাত হোসাইন পেয়েছেন ৫৫২ ভোট, নাসিম পেয়েছেন ৫৮৬...