রাশিচক্রের প্রভাবে ব্যক্তিত্বের নানা বৈশিষ্ট্য ফুটে ওঠে—কারও কথা বলার দক্ষতা প্রশংসা কুড়োয়, আবার কারও তীক্ষ্ণ মন্তব্য অজান্তেই সম্পর্কের ক্ষতি করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু রাশির জাতক–জাতিকা কথার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকলে ব্যক্তিগত ও পেশাগত জীবন আরও সুন্দর হতে পারে। মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)মেষ রাশির মানুষ উদ্যমী ও সোজাসাপ্টা। নিজের মত প্রকাশে তারা ভয় পান না। তবে এই স্পষ্টভাষিতা কখনো কখনো অন্যকে আঘাত করতে পারে। মতামত দেওয়ার আগে মুহূর্তখানেক ভেবে নিলে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়ানো যায়। মিথুন (২১ মে–২০ জুন)কথাবার্তায় চটপটে মিথুন জাতকরা সামাজিক আড্ডার প্রাণ। কিন্তু দ্রুত ভাবনার কারণে কখনো অজান্তেই গোপন তথ্য ফাঁস করে ফেলেন। ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় নিয়ে বলার আগে পরিমিতি বজায় রাখা দরকার। সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)আত্মবিশ্বাসী সিংহরা অনেক সময় নিজের মতকে সবার ওপরে রাখতে চান।...