ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর দক্ষিণখান থানায় উঠান বৈঠক করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণখানের ফায়দাবাদ চৌরাস্তায় এ উঠান বৈঠক করেন তিনি। জনগণকে নির্বাচনমুখী করতে সম্ভাব্য এমপি প্রার্থীদের সম্পৃক্ত করে সারা দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায় বিএনপি। এর অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের গণতন্ত্রে উত্তোরণে নির্বাচনের বিকল্প নেই।উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও বলেন, জনআকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। এ ৩১ দফা হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। তাই ৩১...