চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তরধারী মো. জাহাঙ্গীর আলম ১৯৯৮ সালে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে এবং পরবর্তীকালে এজিএম হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রূকমীলা জামানের প্রতিষ্ঠান আরামিটে কর্মরত ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম কালুরঘাট থেকে দুদক উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার হন তিনি। এ সময় জাবেদের ইস্যু করা ১১টি চেক দিয়ে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলা হয়। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরামিট পিএলসির এজিএম জাহাঙ্গীর আলম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়েছেন। তার প্রদত্ত জবানবন্দিতে সাইফুজ্জামান...