কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যুব সমাবেশকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় সমাবেশ মঞ্চ ও একাধিক তোরণ ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষ পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালুর মাঠ এলাকায় কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপ্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনীর নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। দলীয় ও পুলিশ সূত্র জানায়, ড. রশিদ আহমেদ হোসাইনীর অনুসারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে উপজেলায় যুব সমাবেশের আয়োজন করেন। এ উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে সড়কের ওপর খালেদা জিয়া ও তারেক রহমান ছবি সম্বলিত বেশ কয়েকটি তোরণ নির্মাণ এবং বালুর মাঠে...