টিসিবির উপকারভোগিদের না দিয়ে ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল ব্যক্তিগত গুদামে মজুদ করেন ওএমএস ডিলার। দুই মাস পর বিষয়টি জানাজানি হলে পরে তা উদ্ধার করে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে। ওই ওএমএস ডিলারের নাম হোসনেয়ারা কান্তা ঋতু। তার স্বামী নুর মোহাম্মদ বিনোদপুর ইউনিয়নের একজন বিএনপিকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাল উদ্ধারের সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মজনুর রহমান বলেন, ‘এই ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল জুলাই ২০২৫ সালের। আমাদের ফুডের ডিলার (ওএমএস) হোসনেয়ারা কান্তা ঋতু ওনার মাধ্যমে টিসিবি ডিলারদের দেওয়ার জন্য আমরা ডিও প্রদান করি। উনি মাল উত্তোলন করে ওনাদের (টিসিবি ডিলারদের) না দিয়ে ব্যক্তিগত গুদামে রাখেন। এটা তদন্ত করে বেরিয়ে আসছে। এখন আমরা চালটা জব্দ করতেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান বলেন,...