বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, গত এক বছরে পর্যটন খাতকে শক্তিশালী করতে সরকার যে ব্যাপক সংস্কার ও উদ্যোগ নিয়েছে, তা ইতিবাচক ফল দিচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন যে আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে। ‘গত এক বছরে আমাদের লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন, সুশাসন, আধুনিকায়ন ও গতিশীলতা নিশ্চিত করা,’ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বলেন। বাণিজ্য উপদেষ্টা জানান, জাতীয় পর্যটন দিবসকে ‘জি’ক্যাটাগরি থেকে ‘কে’ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে, যার ফলে এ খাতের মর্যাদা বেড়েছে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর ২০১০ সালের পর্যটন নীতি হালনাগাদ করে ২০২৫ সালের পর্যটন নীতির খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনলাইনে দেওয়া আছে, সবার মতামত গ্রহণ করা...