আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিসিবি ঘেরাওয়ের হুমকি পর্যন্ত এসেছে। নাটকীয়তার কমতি নেই যেন। তাতে হাওয়া দিচ্ছেন তামিম ইকবালও। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলর নিয়ে আপত্তি এবং তা নিয়ে শুনানির দিন। যেখানে আপত্তি উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে নিজের কাউন্সিলশিপ বাতিল হয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার– ‘আমি ভয়ডরহীন ভাবেই চেষ্টা করছি। আমার ওপরে অনেক চাপ আছে। কালকে (আজ) আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। এখন কেন হবে, এটা আপনারা খুব ভালো করে বোঝেন।’ নির্বাচন কেন সুষ্ঠ হবে না, সেই প্রশ্ন তোলেন এক সময়ের দেশসেরা ওপেনার। তিনি বলেন,...