মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অনুষ্ঠিত ব্রিটিশবিরোধী চট্টগ্রাম যুব বিদ্রোহে যে ১৪ জন নারী সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, তাদের একজন হলেন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তাকে বলা হয় বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ‘প্রথম নারী শহীদ’। প্রীতিলতা সম্পর্কে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী লিখেছেন, “আমাদের সুদীর্ঘ মুক্তিসংগ্রামের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার একটি অবিস্মরণীয় নাম। যে নাম বাঙালি জাতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এই মেধাবী মেয়ে চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়ে শহীদ হয়েছিল। এটি একটি ঐতিহাসিক ঘটনা। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে শহীদ হওয়া এটা সহজ কথা নয়। প্রীতিলতা ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ এক অসীম সাহসী নারী।” প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে মঙ্গলবার চট্টগ্রাম জেলার ধলঘাটে জন্মগ্রহণ করেন। তার পিতা জগদ্বন্ধু ওয়াদ্দেদার ছিলেন মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি। মায়ের নাম প্রতিভাদেবী।...