ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক অধ্যক্ষকে ‘ধাক্কাতে ধাক্কাতে’ কলেজ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েছেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদ। ভিডিওতে দেখা যায়, ধাক্কাতে ধাক্কাতে গোলাম মোহাম্মদকে একজন প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। গোলাম মোহাম্মদ বলেন, গেল বছরের ৫ অগাস্টের আগে থেকেই বিভিন্ন বিষয়ে গণিতের শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, ধর্মের শিক্ষক সাজেদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শফিকুল ইসলাম রতন ও আনোয়ার হোসেনের সঙ্গে তার বিরোধ চলছিল। “৫ অগাস্টের পর বিরোধ আরও বেড়ে যায়। তারা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। নইলে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেন। বহিরাগত নিয়ে কয়েক বার চেষ্টাও করে। পরবর্তী প্রেক্ষাপটে তাদের সঙ্গে যুক্ত...