চীনা ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ায় গিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে সামরিক ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করেছেন বলে নতুন তথ্য সামনে এসেছে। দুই ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এবং এ সংক্রান্ত কিছু নথিপত্র বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে। এসব তথ্যানুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এ পর্যন্ত চীনা বিশেষজ্ঞরা অন্তত ছয়বার রাশিয়ার রাষ্ট্রয়ত্ত্ব অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান “আইইএমজেড কুপল” পরিদর্শনে গেছেন। সেই সময়ে রুশ মধ্যস্থাকারীর মাধ্যমে কুপল চীনের তৈরি আক্রমণাত্মক ও নজরদারি ড্রোনের চালানও পেয়েছিল বলে বেরিয়ে এসেছে তথ্যে। গত বছরের সেপ্টেম্বরে রয়টার্স জানিয়েছিল, চীনে স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় কুপল নতুন গারপিয়া-৩ ড্রোন তৈরি করেছে। এবার রাশিয়ার ভেতরে সামরিক ড্রোনের পরীক্ষামূলক ও প্রযুক্তিগত কাজে চীনা বিশেষজ্ঞদের নিবিড়ভাবে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রথমবারের মতো প্রকাশ করল সংবাদমাধ্যমটি। গোপনীয়তার কারণে...